হে আল্লাহ্ মিনতি করি তোমার কাছে
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে আল্লাহ্ মিনতি করি তোমার কাছে
দিও বাবা কে কবরে সুখ,
দুনিয়াতে শুধু বাবা কে কষ্ট দিয়ে দিয়েছ
আর দাও না দুঃখ।
আ-জীবন কষ্ট করে
আমাদের করেছে মানুষ,
দুনিয়ার কাছে ব্যস্ত ছিল
ছিল না পরকালের হুশ।
হে আল্লাহ্ তুমি দয়া কর
মোর প্রিয় বাবা কে...
অন্ধকার কবরে বাবা কেমনে
একা একা থাকবে।।
কবরে মহা তম্রিসা করেছে গ্রাস
এভাবে আর কত কষ্ট দিবে
কবে পাবে বাবার কষ্ট হ্রাস??


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।