কী অবিশ্বাস্যভাবেই না বেঁচে আছি
- অনির্বাণ মিত্র চৌধুরী

নিজেকে ইদানীং খুব ভাগ্যবান মনে হয়
আমি এখনো অক্ষতই আছি,
সুস্থভাবেই বেঁচে আছি।
আমার সাড়ে তিন হাত শরীরটা এখনো ঝলসে যায় নি
আগুণের লেলিহান শিখায়।
ক্ষত-বিক্ষত হয়ে যাই নি আমি
কোন গ্রেনেড কিংবা ককটেলের আঘাতে
কিংবা কোন বুলেট এসে এফোঁড়-ওফোঁড়
করে দেয় নি আমার হৃদপিন্ড।
কোন ঝোপে ঝাড়ে পড়ে থাকে নি আমার রগ কিংবা গলাকাটা দেহ।

আমার শিরা-উপশিরা দিয়ে এখনো
রক্তকণিকা সুশৃঙ্খলভাবেই চলাচল করে।
ইন্দ্রিয়গুলোও নিজেদের মত করে সাড়া দেয়।
শুধু মানবিক অনুভূতিগুলো কেমন জানি
একটু ভোঁতা হয়ে গেছে - ওই যা!
বাদ বাকী সব ঠিকঠাক-ই আছে।

হুম, আমি মোটামুটি সুস্থই আছি।
এখানে মানুষ যখন প্রতিনিয়ত লাশ হয়ে বাড়ি ফেরে
সেখানে আমি সশরীরে বাড়ি ফিরি,
প্রাকৃতিক কাজ-কর্ম সারি,
টিভি দেখি, খবরে মানুষের লাশ গুনি
আর ভাবি -
কী অবিশ্বাস্যভাবেই না বেঁচে আছি এই মৃত্যুর নগরীতে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।