ঈদের খুশি
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা
ঈদের খুশিতে আজকে সবার
চিত্ত ওঠে ভরে,
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক
সারা বিশ্ব জুড়ে।
নতুন নতুন জামা পরে
নতুন নতুন সাজে,
টুপি পরে যাচ্ছে সবাই
ঈদগাহের মাঝে।
ঈদের নমাজ উঠেছে জমে
সত্যম পার্কের পাশে,
মুসলমান ভায়েরা সবাই
দলে দলে আসে।
নমাজ শেষে আল্লাহো আকবর
বলে সবে প্রাণখুলে,
কোলকুলি করে সবে পরস্পরে
সকল বিরোধ ভুলে।
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক
আজ সারা ভূবনময়,
জাতিগত বিরোধ ভুলে সবে
মোরা করবো বিশ্বজয়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।