চিত্রকল্পে নয় ৭১
- ভ্রান্ত বিলাস - মানবতা ২৩-০৪-২০২৪

পৃথিবীতে এসেই স্বস্তির নিশ্বাস নিয়েছি
এই ভেবে যে...
আমাদের পূর্বপুরুষদের কল্যাণে
বাংলায় বলি
বাংলায় চলি
'৫২...'৬৯...'৭১... কিছুই আমাদের ছোঁয়নি

জ্বলছে-
মায়ের খোঁপার মতো ঘর
পানিতে ভাসমান হাঁস
আর, রক্তে ভাসছে লাশ-
এসবই ছিলো চিত্রকল্প।

এখন আর তা চিত্রকল্পে নেই,
নতুন দিন গুলো নতুন শঙ্কায় ঘিরে থাকে।
বোমা,গুলি,রক্ত,লাশ!
আবার কোন মায়ের হাহাকার!
ভাইয়ের রক্ত বোনের হাতের মেহেদিতে ,
স্বামীর রক্ত স্ত্রীর সিঁদুর ধোয়ে দেয়!

মায়ের উঠোনে ভাইয়ের লাশ,
এমন ধারাবাহিক লাশের স্তুপ
আর রক্তের বন্যায় পা ডুবিয়ে
জাতীয় সংগীত গাওয়া কতটা যৌক্তিক!

আমার হৃদ কম্পন বাড়তে বাড়তে কখন
থেমে যাবে তা ভাবায় না, ভাবায়
হাজার মানুষের দীর্ঘশ্বাসের সাইক্লোন।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।