মা দুর্গা
- সৌম্যকান্তি চক্রবর্তী

নরম ঘাসে ভোরের শিশিরাঘাতে ,
মেঘেদের ঐ ভেলা ভেসে যাওয়া প্রাতে ;
আকাশ বাতাস হয় যেন সুরভিত ,
মধুর হাসির মা আমার আসছেন তো !

শিউলি ফুলের গন্ধে আকুল মন ,
আগমনী সুর কানে ভেসে আসে ঐ ;
শঙ্খ কাঁসর ঢাকের শব্দ পাই ,
সপরিবারে মা আসছেন কই ?

মা তুমি এলেই মনটা ভরে যায় ,
তোমার দিকে তাকিয়ে শুধু থাকি ;
তুমি এলেই ভাবতে থাকি শুধু ,
আনন্দের আর কটা দিনই বাকি ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।