মোরা বীর বাঙালীর জাত
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা

মোরা বীর বাঙালীর জাত,
মোদের হাতে অস্ত্র নাচে, মোরা করি শত্রুরে প্রতিঘাত।

মৃত্যুরে মোরা করি নাকো ভয়,
ভীরুতাকে পিছনে ফেলে,
শত্রুর সাথে করি সংগ্রাম মোরা
হিন্দু ও মুসলমান মিলে।

মোরা বীর বাঙালীর জাত,
মোদের হাতে অস্ত্র নাচে, মোরা করি শত্রুরে প্রতিঘাত।

বুকে দূর্জয় শক্তি ও সাহস,
মোদের চিত্ত শঙ্কা হীন।
গর্বে মোদের ফুলে উঠে বুক,
তবু নই মোরা অতি দীন।

মোরা বীর বাঙালীর জাত,
মোদের হাতে অস্ত্র নাচে, মোরা করি শত্রুরে প্রতিঘাত।

বাঙালী উঠেছে হিমালয় চুড়ে,
ভেসেছে সাগর বক্ষে,
মুখের মোদের সূর্যের দীপ্তি
আগুন জ্বলে দুই চক্ষে।

মোরা বীর বাঙালীর জাত,
মোদের হাতে অস্ত্র নাচে, মোরা করি শত্রুরে প্রতিঘাত।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।