জাগ্রত হোক মানবতা
- সৌম্যকান্তি চক্রবর্তী
হঠাৎ মনটা ভীষণ উদাস ,
কিছুই ভালো লাগছে না ;
কোনো উৎসব আনন্দ আজ
মনে আর দাগ কাটছে না ।
বিষাদবিধুর মনের পাঁজরে ,
দগদগে ঘা শোকের বুলেটে ।
বাইরে সবারই হাসিমুখ ,
হৃদয় ঝাঁঝরা দুখ-বেয়নেটে ।
ভাবি যারা চলে গেল অকালে ,
কিছু পাপিষ্ঠের ফলে ,
সেই গুলশানে কিছু তাজা ফুল
ফুটেছিল, নিরপরাধ নিষ্পাপ
তারা , কি দোষ করেছিল ?
মানবতার অপরাধী সেই সব সন্ত্রাসী,
কত মা বাবার কেড়েছে মুখের হাসি ।
পৃথিবীর গুলশানে ফুটুক আবার নতুন ফুল ,
মানবতা ফের জাগ্রত হয়ে বুঝুক মনের ভুল ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।