অাষাঢ়
- নাহিদ সরদার
অাষাঢ়
-----------
অাষাঢ়ে অাকাশ ঢাকে ঘন মেঘমালা,
খ্যাপা মেঘ ছুটে চলে বেলা অবেলা।
অাষাঢ়ের মেঘ পটু বেশ, করে দস্যিপানা
দূরান্ত সে মেঘ কভু মানে নাই মানা।
কখনোবা দল ছুট মেঘ এনে দেয় বৃষ্টি,
অদূরে ধূসর গ্রাম অপরিচিত আবছা দৃষ্টি।
ঝাউয়ের আগায় বৃষ্টি ফোটায় পড়ে না পলক,
দেখে যেন মনে হয় মায়ের নোলক।
রাত নেই দিন নেই অঝরে ঝরে বেহায়া জল,
জল ছুঁয়ে ছুটাছুটি আহা সে পল্লিবালার দল।
কদমের ফুল ছিড়ে অপেক্ষায় থাকা মেয়ে
ফুলে আর জলে দিয়ে দেয় বিয়ে।
এদিকে বিলের মাঝের খালটায় উজনে উঠেছে কৈ,
দূরান্ত কিশোর হাতে নিয়ে ছুটেছে ছৈ।
ভেজা ফিঙে কলমির ফুলে দিয়ে দিল চুম,
ধান বীজ খুঁজে হন্নে কৃষক উবেছে ঘুম।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।