তোমাকে ফিরিয়ে দেব সাহস কই?
- নাহিদ সরদার

তোমাকে ফিরিয়ে দেব সাহস কই?
-------------------------------------------
তোমাকে ফিরিয়ে দেব সে সাহস কই?
না হয় তুমি পুষ্প প্রেম প্রকাশেই পিষে ছিলে
তাতে কি'বা আর ক্ষতি
প্রকৃত প্রেম সেতো অবহেলায় বাড়ে।
মাঝে মাঝে অাকাশের বিশালতা ঢেকে
দেয় মেঘে
তাতে অাকাশের কী?
সে তো ফিরে আসে বারেবার নীলাম্বরী
পাড়ে।
প্রকৃত প্রেম কিন্তু নিষ্প্রাণ নয় তারও প্রাণ
অাছে তবে শব্দের মতো মরে না
বেঁচে থাকে স্বদম্ভে বেহেস্তি জীবন
নিয়ে।
তিন বছর পনের দিন পরে যখন তুমি এলে
তোমাকে ফিরিয়ে দেব সে সাহস কোই?
১৯/০৪/২০১৬ইং
মঙ্গলবার,দুপুর,১১:২০মি


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।