বিজয়ের এই ক্ষণে
- অনির্বাণ মিত্র চৌধুরী
বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান
ঘুমিয়ে আছে মায়ের কোলে
কত তাজা প্রাণ, দিলো বলিদান
স্বাধীনতা আনবে বলে।
রক্ত দিয়ে কিনবে স্বদেশ -
এক শর্তেই সবাই রাজি
মুক্তির নেশায় মত্ত হয়ে
হয়েছে কত শহীদ গাজী।
জয় বাংলা, বাংলার জয়
হৃদয়ে দৃঢ় প্রত্যয়
চোখের সম্মুখে মৃত্যুভয়,
তবু মানে নি পরাজয়।
পরাধীনতার শিকল ভেঙ্গে
আনলো যারা স্বাধীনতা
দেশ মাতৃকার প্রতিটি কণায়
তাঁদের বীরত্বই গাঁথা।
যারা দেশের শত্রু, জাতির শত্রু
দেশদ্রোহী, রাজাকার
শুনে রাখ্, ওঁরা আসবে ফিরে
দেশের তরে আরেকবার।
সময়ের এই কালস্রোতে
আছিস তো বেশ চমৎকার!
আমজনতার আদালতে
হবেই তোদের শেষ বিচার।
(০৭.১২.২০১২)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।