মোর গাঁয়ের সীমানায়
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা

রাঙা মাটির পথ চলেছে মোর গাঁয়ের সীমানায়,
পূবের মাঠে সূর্যি ওঠে ঐ অজয়নদীর কিনারায়।
ঘাটের মাঝি নৌকা চালায়, অজয় নদীর জলে,
দাঁড় টানে মাঝি বৈঠা বায়, নৌকা ভেসে চলে।

মোর গাঁয়ের সবুজ ডাঙায় গরু বাছুর বেড়ায় চরে,
গাঁয়ের রাখাল বাজায় বাঁশি মোর চিত্ত ওঠে ভরে।
গাঁয়ের বধূরা কলসী কাঁখে নিতে আসে রোজ জল,
দিঘির ঘাটে রোজই ফোটে শত শত নীল কমল।

গাঁয়ের শেষে পথের বাঁকে আসে বক ঝাঁকে ঝাঁকে,
আম কাঁঠালের বনে বনে সারাদিন কোকিল ডাকে।
ভর দুপুরে আদুল গাঁয়ে ক্লান্ত পথিক পথে হাঁটে,
পাড়ার ছেলে দিঘির ঘাটে, রোজ জলে সাঁতার কাটে।

পড়ে আসে বেলা যেই গাঁয়ে নামে সাঁঝের আঁধার,
নির্জন গাঁয়ে আঁধার রাতে শেয়াল ডাকে বার বার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।