একটা হলদে রঙের প্রজাপতি
- নাহিদ সরদার

একটা হলদে রঙের প্রজাপতি
---------------------------------------
সকালের সোনালী রোদ গায়ে মেখে নীল
এক প্রজাপতি যেন কোথাথেকে এলো,
এ গাছ, সে-ডাল, এ পাতা, সে- কুড়ি অামোদে
ঘুরে ঘুরে যেন আমাকে দেখাল,
আমি প্রেমিক দৃষ্টিতে দেখলাম,
ভালবাসা শিখলাম প্রজাপতিমন গায়ে মাখলাম।
এবার প্রজাপতি পূর্বাপেক্ষা চঞ্চল গতিতে সুভাষিত
ফুলে মেলে দিল ডানা,
নীল প্রজাপতি হলুদ পরাগ গায়ে মাখল সারা।
অতঃপর নিথর দেহ একটা হলুদ প্রজাপতি মৃত্তিকার বুকে,
স্থির দৃষ্টিতে আমি দেখলাম আমি শিখলাম একটা
হলদে রঙের প্রজাপতি।
১৫/০৭/২০১৬ ইং শুক্রবার
সন্ধ্যা ৬:৪৮মি:


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।