বিদায় বলিস না বন্ধু তোরা
- নাহিদ সরদার
বিদায় বলিস না বন্ধু তোরা
----------------------------
একদিন একটা সকাল উদাস দুপুর
একটা বিকাল আমাদের ছিল,
রুবেল,মিনা, আরিফা, আসাদ, বিপুল শ্রীবাস সবাই
কেমন উড়াল দিতাম
দুধেল রঙের বকের মতো
যেথায় খুশি সেথায় যেথাম
মুক্ত মনে ঘুরাঘুরি নিষেধ বিহীন।
কলেজ পাড়ায় বকুল তলায় আনোয়ার ভাইয়ের মুড়ি
মাখার প্যাকেজ নিয়ে কাড়াকাড়ি সবুজ মাঠের অবুঝ
ঘাসে গড়াগড়ি সবাই মিলে একটা দুপুর,
ঘাসগুলো সব উঠতো হেসে আমাদেরি দস্যিপনায়।
কখোনাবা যে যার মতো লুকিয়ে গিয়ে নদীর
পাড়ে প্রেম কিনারে বসতে যাওয়া,
ধরা পড়ে পকেট থেকে দু-দশটাকা খসে যাওয়ায়
চুপসে যাওয়া বন্ধুর মুখ,
নারায়ণ দাদার ব্যাচের ফাকে ফাঁকি দিয়ে খোচাখুচি
সুযোগ পেলেই গল্প দিয়ে পড়া ভোলা ইচ্ছে
নদীর ভেলায় চড়ে বনভোজনে ঘুরতে যাওয়া
হারিয়ে যাওয়া যেথায় খুশি।
মোবাইল কেনার আনন্দেতে নিত্য নতুন পার্টি
দেওয়া শ্রীবাসের দোকান ঘিরে মজার মজার
আড্ডাগুলো
সত্যি খুব মজার ছিল তাই না বল?
কিন্তু আজকে দ্যাখ হঠাৎ কেমন একটা সকাল একাটা
দুপুর একটা বিকাল নিজের হলো,
অতীত গুলো সব রইল পড়ে কেমন করে
স্মৃতির শহর।
আর কি পাবো হারিয়ে যাওয়া সময় গুলো কলেজ
ক্যাম্পাস, রেললাইন, নদীর কিনার,বকুল তলার।
দ্যাখতো তোরা নিঠুর সময় আমার থেকে
তোদের কে আজ কেমন করে রাখল দূরে,
যে যার মতো ব্যস্ত তোরা নিজের কাজে,
হারিয়ে যাওয়া দিনের মেঘে কেবল এ মন
তোদের খোঁজে।
হঠাৎ আমার উজাড় করা ভালবাসা উচোট খেল মনের
ঘরে।
তাইতো বলি বিদায় বলিস না বন্ধু তোরা যাসনে ভুলে,
কেমন আছিস তাল গাছ কবি বলিস তোরা সময়
পেলে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।