বিষফোড়া
- আমানত উল্লাহ সোহান
আজ-কাল বিষফোড়ার ব্যাথাটা একেবারেই সইতে পারছিনা
কেমন জানি ষোল-কলায় গর্জে উঠছে,
নির্জনে চিবিয়ে খাচ্ছে আমায়,
দীঘল সপ্নগুলোকে পরিণত করছে নগন্য অণুতে ।
বিষফোড়া ,আমায় আর বাঁচতে দিবি না!
আর কতো নিগরণ করবি আমায়!!
না হয় বাঁচতে দিলি
তবে কেন-
কুৎসিত স্মৃতিগুলোকে বট বৃক্ষের মতো ছড়িয়ে দিলি আমার বুকে ॥
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।