বাবার অপেক্ষায়
- ফাইয়াজ ইসলাম ফাহিম
অনেক রঙ
অনেক ঢঙ
ছিল বাবার মাঝে!
নিত্য তার সাথে
খেলা করিতাম
বাধা দিতাম কাজে।
সকাল-দুপুর-সন্ধ্যা
বেলায় যখন-ই দেখিতাম
বাবার সুদর্শনা মুখ
মনের ক্লেষ্ট-ক্লান্তি
দূর হত সব দুঃখ।
আজ বাবা নেই
দেখিতে পাই না তার সুদর্শনা মুখ,
পথের ধারে চেয়ে থাকি
হয়ে উন্মুখ।
কখন এসে বাবা ডাকবে পাগলা বলে
দিনের পর দিন যায়
তবুও বাবা আসে না বাড়ি চলে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।