পতিতালয়ে মানুষ থাকে
- মমিনুল হক

২০-০৭-১৬
.
পতিতালয়ে মানুষ থাকে
শেখ মমিনুর ইসলাম
_____________________________
.
মুক্তি দিবেন কি?বন্ধি জীবনে
থাকতে আর ভালো লাগেনা।
আমরাতো শিশু,আমাদের কিবা দোষ?
বলেনতো সভ্য সমাজের গুণীজন।
ন্যায়- অন্যায়ের কথা অনেকতো শুনি।
পতিতাদের দুঃখের কথা কেউতো বলেননি ?
.
আমরাওতো জন্ম থেকে মানুষ।
হয়তো পৃথিবীর মুখ দেখেছি,
পতিতার ঘরে জন্ম নিয়ে.......।
কি দোষে দোষ দিবো মা'কে?
আমার মায়ের কাহিনী শুনলে,
আপনাদের দু-চোখ ভরে কান্না আসবে।
.
স্বপ্ন ছিলো মুক্ত ভাবে বাঁচতে,
সোনার একটি পরিবার তাঁর হবে।
কি হলো জানেন? দেহ যৌবন লুটিয়ে নিয়ে,
আমাকে গর্ভে এনে-
বিয়ে করার নামে ধোকা দিয়ে....
বিক্রি করে দিয়ে গেছে পতিতালয়ে !
.
ওরে এমন একজন কেউ কি নেই-বাংলার বুকে?
আমাদের কে মুক্তি দিবেন,
পতিতা নামের নষ্ট জীবন থেকে....
আর যে চাই না-নতুন করে,
কোনো নারীর জীবনের অধ্যায় রচিত হোক।
পতিতার খাতায় নাম লিখে দিয়ে...।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

১৬-১১-২০১৬ ১০:৩৪ মিঃ

প্রশ্নটা খুব কঠিন

১৫-১১-২০১৬ ২১:১৬ মিঃ

সুপারমুন কি পতিতালয়ের কারো নারীর মুখখানি উদ্ভাসিত করেছে জানলে ভাল লাগত

২০-০৭-২০১৬ ২০:৫৭ মিঃ

আসুন আমার জেগে ওঠি,,,,অসহায় মানবের অধিকারের তরে