আমার জীবন
- রফিকুল ইসলাম রফিক
অতএব, তোমরা বলতে পারো বৃষ্টিই আমার জীবন
আমি তো বলেই থাকি।
যখন বৃষ্টি নামে- আমি অতিশয় মুক্ত হই
উন্মুক্ত আকাশে উড়ে চলা পাখির মতো।
জাগতিক সমস্যার সুর্যতাপে আমার এই পোড়া মন
শান্তির পরশ পায় সে তো ঐ বৃষ্টির সুশীতল ছোঁয়ায়।
যখন আমি বিষন্ন হই
থেমে যায় আমার শরীর মন- দেহের সমস্ত উত্তাপ
বেহুশ হয়ে পড়ে থাকা নির্জীব প্রাণীর মতো
তখন আমাকে ফিরিয়ে দেয় প্রাণের পরশ
সেতো ঐ বৃষ্টির ছোঁয়া।
আমি নেমে আসি খোলা আকাশের নিচে
নাচানাচি করি উৎফুল্লমনে প্রকৃতির সজ্জিত সবুজ মঞ্চে।
আমার কান্নাগুলো, থরে থরে সাজানো বেদনার পর্দাগুলো,
বিষাদঘন সমস্ত ময়লাগুলো
সবই তো ধুয়ে মুছে নিয়ে যায় বৃষ্টির ধারায়
এক সময় ওর রিমঝিম শব্দে আমাকে ঘুম পাড়িয়ে যায়
মিষ্টি মধুর ঘুম পাড়ানি গানের মতো।
অতএব, তোমরা বলতে পারো বৃষ্টিই আমার জীবন
আমি তো বলেই থাকি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।