ফ্যাকাশে মন
- সৌম্যকান্তি চক্রবর্তী

কত কথা জমে আছে ,
কত কথা ভুলে যাই ।
চিন্তারা হেঁটে চলে যায় ,
ধোঁয়া ধোঁয়া আবেশ
শ্যাওলাধরা মনে কোনো
বিকার জাগায় না ,
মন আর শরীর যেন
একই সুরে কথা বলতে
ভুলেই গিয়েছে ,
সব ফুলের গন্ধ যেন
ছাতিম ফুলের মত
উগ্র হয়ে গিয়েছে ,
চাঁদের আলোও যদি
ফ্যাকাশে লাগে তাহলে
কি আর করার আছে ....


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।