গাঁয়ের ছায়া মাটির মায়া
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা

গাঁয়ের ছায়া
মাটির মায়া,
এ গাঁয়ে আছে ভালবাসা,

আমার গাঁয়ে
আদুল গায়ে
মাঠে চলে গাঁয়ের চাষা।

পথের ধারে
পগার পারে
গোরু বাছুর দাঁড়িয়ে থাকে,

আকাশ জুড়ে,
পাখিরা উড়ে,
আম গাছে কোকিল ডাকে।

পথের বাঁকে
ঘুঘুরা ডাকে,
চিল উড়ে আকাশের গায়ে

গরুর গাড়ি
চলেছে সারি
গায়ের পথে ধূলো উড়ায়ে।

পাড়ার ছেলে
দিঘির জলে
তেল মেখে রোজ চান করে,

গামছা পরে
ভর দুপুরে,
সবাই আসে ফিরে ঘরে।

নদীর থেকে
কলসী কাঁখে
জল আনে ঐ গাঁয়ের বধূ,

গগন তলে
আগুন জ্বলে
পূবের মাঠ করছে ধূ ধূ

বিকেল বেলা
করছে খেলা
খেলার মাঠে পাড়ার ছেলে,

পাখিরা ফেরে
আপন নীড়ে,
সূর্য পড়ে ঢলে অস্তাচলে।

আঁধার রাতে
গাঁয়ের পথে
জোনাকিরা উড়ে বেড়ায়।

পথের বাঁকে
শেয়াল ডাকে,
রাত কাটে ভোর হয়ে যায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।