বৈকালিক প্রেম
- অনির্বাণ মিত্র চৌধুরী
রোজ বিকেলে ও পাশের বারান্দায়
একটি মেয়ে এসে দাঁড়ায়।
দুষ্টু বাতাসেরা এসে তার এলোচুলে
স্নিগ্ধ পরশ বুলিয়ে যায়;
মেয়েটি প্রাণভরে সেই বাতাস মাখে
চোখে, মুখে - সারা গায়
এক অদ্ভুত উচ্ছ্বলতা যেন ভর করে
তার শরীরে, অতি সহসায়।
উৎফুল্ল মনে সে হঠাৎ গুনগুনিয়ে ওঠে
সুনিপুণ সুরের মূর্ছনায়
পোষা পাখিটিও যেন মন্ত্রমুগ্ধ হয়ে
মগ্ন হয় সেই সাধনায়।
আমি আড়াল থেকে রোজ সেই দৃশ্য
গিলে খাই অবাক বিমুগ্ধতায়
মেয়েটি সূর্যাস্ত দেখে, আমি ওকেই দেখি;
মন পায়রা ডানা ঝাঁপটায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।