মায়ের মুণ্ডু কাটিস
- নাহিদ সরদার

মায়ের মণ্ড কাটিস

ভালমতো মগজ ধোলাই হয়েছে,
চোখের সামনে উঁচিয়ে ধরেছে জান্নাত।
মানুষ মারতে মারতে নিজে মরলেই যেন জান্নাতি
বাসিন্দা,
তাই তুই তোর বানানো ইশ্বরের নামে কেটে
নিলি শত শত মুণ্ডু।
আচ্ছা, তুই কি তোর মায়ের মণ্ড কেটেছিস?
মানুষ কিন্তু সেও
শুনে দ্যাখ ভালোবাসে কি'না তোকে। ভালবাসিনা
আমি তোকে মোটেও
তাই আমার মুণ্ডু কাটার আগে তোর মায়ের মণ্ড
কাটিস।
১৭/০৭/২০১৬
ইং রবিবার, সকাল, ৭:৩০ মি:


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।