তুমি নও
- সৌম্যকান্তি চক্রবর্তী
প্রার্থনা যা শুনেছেন ভগবান ,
তাতে কি আছে তোমার স্থান ?
দ্বারে কে যে করে শব্দ ?
সে তো তুমি নও , অব্যর্থ ।
অনুভবে তুমি কেন আসো বলো ?
অশ্রুদের কি মুক্তি দিতে ?
ভিজে মরশুমে কেন নিয়ে যাও ?
সেই সোনালী অতীতে ?
অজানা এ পথে চলেছি যে আমি ,
কে বল আছে আমার ?
সে যে আমায় আপনার বলে ,
সেই স্বর নয় তোমার !
কত দোষী আমি সমাজের কাছে
আমি ছাড়া কেউ জানে না ,
সে তো আমায় ভালোবাসে তাই
এই দোষগুলো মানে না ।
( অনুবাদ)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।