দিন চলে যায়
- সৌম্যকান্তি চক্রবর্তী

দিন চলে যায় নিজের খেয়ালে ,
রাত জেগে থাকে ব্যথার আড়ালে ;
নিভৃতে কাঁদে যে বিরহী আঁখি ,
তোমার দেখা না পেলে !

মন ভেঙে গেছে , ব্যর্থ সাধন ,
ত্যাজিয়া জগৎ বৃথা এ রোদন !
ভালোবাসা এক মিথ্যা স্বপন ;
অলীক রঙিন এক বিনোদন ।

সেই সাঁঝে ছিল রিমঝিম বারি ,
নিজের মধ্যে ছিল না যে মন ;
তোমার হৃদয় চেয়েছিল তাকে ,
সেই আমি ছিনু তোমাতে মগন ।

আজো আছো তুমি কত কাছাকাছি
তবু ও কত না দূরে ...
মুখ ফিরিয়েই ভাবছ আমাকে
অভিমানের ভিড়ে ,

ভাবছি কিভাবে ফিরাবো তোমায়
আমার হৃদয়পুরে ?

(অনুবাদ)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।