আঁধার
- ফয়েজ উল্লাহ রবি

রোজ তোমাদের শহরে আমি জাগে থাকি
ভোরের পায়ে সবার আগে পরিয়ে দিতে নূপুর।
সুর্য উঠার আগেই আমি জাগিয়ে দেই
নিয়ে আসি ঊষার আলোয় ভোর।
আলোর মিছিলে যদি আঁধারই থাকে এই কি আমারই দোষ
কবে ভাঙবে ঘুম, আসবে তোমাদের হুশ।
যখন আমি থাকবো না তোমাদের এই শহর আঁধারে যাবে ডুবে
জানি তখন ঠিকই আমায় খুঁজবে তোমরা শুধুই খুঁজবে।

আলোর আড়ালে আঁধারের খেলা, সেই আদি কাল ধরে
জানি না কেন ফের মানুষ যাচ্ছে আদি কালে ফিরে,
সামনে ঊষার আলো, জানি যদিও আছে কিছুটা কালো
তবু কেন বারংবার দূরে সরে যায় সব গুলো ভাল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।