ফিরে এসো
- মমিনুল হক

ফিরে এসো
শেখ মমিনুর ইসলাম
______________________________
.
জন্মগত মানুষজাতি
কর্ম করতে যুদ্ধ নেমেছি,
এ পৃথিবীর মৃত্তিকায়।

যার কর্ম যত ভালো
সমাজে তাঁর মর্যাদা তত বেশী,
জ্ঞাণী, গুণীজন-এ কথাই কয়।

ধর-মানুষের বাণী দিলাম বাদ
যাকে আমরা এক আল্লাহ্ স্বীকার করি,
তাঁর বাণীতে-তাই শুনি।

ওরে সব ভুলে!
কোন পচা মদ পান করে!
মানুষ হয়ে মানুষের আত্মা কেড়ে নিয়ে!

বিবেকের বলিদান দিয়ে চলেছো!
দেশের ক্ষতি করে!
বেঠিক পথে অগ্রসরে!
.
জন্মভূমিকে পর করে দিয়ে।
পরের মিথ্যা কথা শুনে!
নিজের জীবনকে বিলিয়ে দাও!

অথচ জানি-প্রিয় নবী হরযত মুহাম্মদ (সঃ)
তিনি দেশকে প্রাণ দিয়ে ভালোবাসতেন।
তার উত্তম হয়ে কেমনে যাই, দেশমাতাকে ভুলে।

এসো ফিরে এসো,সময় এখনো
ফুরিয়ে যাইনি,তোমাদের ডাকছে
নতুন যুগের সন্ধানী কবিতা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

৩০-০৭-২০১৬ ১৫:৪৯ মিঃ

ধন্যবাদ ভাই

২৯-০৭-২০১৬ ০৬:০৯ মিঃ

খুব ভালো হইয়াছে
তোমার কথায় যে সুন্দর সাজে
আমার হৃদয় মাঝে

২৯-০৭-২০১৬ ০০:৫৭ মিঃ

ফিরে এসো