ভারতের রাজধানী
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা
আমাদের দিল্লীতে
ভারতের রাজধানী,
এমন মহানগর
কোথাও যে দেখি নি।
দিল্লীতে পানিপথে
হয়েছিল যুদ্ধ,
কামানের গর্জনে
কেঁপেছিল বিশ্ব।
গজনীর সুলতান
এসেছিল ভারতে,
ভারতের সোনাদানা
লুণ্ঠণ করতে।
ময়ুর সিংহাসন নিয়ে
হলো কি বিভ্রাট,
চুরি করে নিয়ে গেল
পারস্যের সম্রাট।
বিশ্বত্রাস তৈমুরলঙ্গ
করেছিল আক্রমণ,
অবাধে চালিয়েছিল
হত্যা আর লুণ্ঠণ।
শেষে এল ভারতে
ইস্ট ইণ্ডিয়া কোম্পানী,
দিল্লিকে করে তোলে
ভারতের রাজধানী।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।