অন্য কেউ
- সৌম্যকান্তি চক্রবর্তী
আমার জীবন হল পরের ,
আরো লোক আছে আমার নামের ,
আমার সামনে আমি দর্পণে ;
অন্য ব্যক্তি আছে যে পিছনে ।
স্পন্দনে আছে পদক্ষেপ আর
মিল আছে , আছে বিচ্ছেদ !
অজ্ঞাত আমি , বলো না হৃদয় ,
আমার সাথে কি আর কেউ রয় ?
কত দিন আসে , কত রাত যায় !
আমার খবর কেই বা শুধায় ?
তোমার দেশে আমার মতই
ছিল আগে কেউ , এখনো সে রয় !
আমার দিকে আছে সে তাকিয়ে ,
আমার নজর যে কোথায় কোথায় ?
আমার হৃদয়ে কত যে মোহিনী !
কে যে ভালোবাসে এখনো বুঝিনি ।
(অনুবাদ)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।