বৈষম্য
- ফাইয়াজ ইসলাম ফাহিম

পুলিশের সন্তান পুলিশ হবে
আর্মির সন্তান আর্মি!
গরীব দুঃখী কামলা খাটার সন্তান হবে
কলকারখানা বা গার্মেন্টস কর্মী?

ডাক্তারের সন্তান ডাক্তার হবে
জর্জের সন্তান জর্জ,
গরীব-দুঃখীর সন্তান রোদে খেটে মরে
হবে ভর্তা বা সস।

মাস্টারের সন্তান মাস্টার হবে
প্রকৌশলীর সন্তান প্রকৌশলী,
গরীব-দুঃখীর সন্তান অধিক পড়েও
কোটার আঘাতে হবে পাঠাবলি।

২৫.৭.২০১৬
রাত :৯.৫৪-১০.০২


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।