শরতের কালে
- আমানত উল্লাহ সোহান

শরতের কালে-
কাঁশফুল ছবি আঁকে সবুজের গালে ।
মায়াবতী রাণীরূপী এলো দেশে ফের,
সবুজের বুকে তাই হর্ষের ঘের ।
কাশফুল গায় গান এলো সুখ পরি,
পবনের দোল খেয়ে উঠে মনে নড়ি ।


শরতের কালে-
কাঁশফুল ছবি আঁকে সবুজের গালে ।
গগণের দোর খুলে সাদা মেঘ খেলে ,
শিউলির ঘ্রাণে খোকে প্রাতে আঁখি মেলে ।
আসমানে নীল মাঝে নীল পরী হাসে,
সুখ পাখি নাচে যেন সবজের ঘাসে ।


শরতের কালে-
কাঁশফুল ছবি আঁকে সবুজের গালে ।
কাঁচা ধান গায় গান মাথা দুলে দুলে ,
শরতের ছায়া ভাসে টগরের ফুলে ।
ঋতুরাণী রূপরাণী হাসে কিছু ক্ষন,
সেই হাসি হেসে উঠে বাংলার বন ॥


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।