মান হুঁশ
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

আমরা কি আর মানুষ আছি
মানুষ তো আজ বিলুপ্ত প্রায়,
মান গেছে লোভ লালসায়
হুঁশ গেছে সব হিংস্রতায়।
মনুষ্যত্ব বোধ মরে গেছে
মূল্যবোধ আজ বাগারে,
মানবতা আজ গলিত লাশ
খাচ্ছে শিয়াল কুকুরে।
বিবেক ইবলিশের মূত্র খানা
কানা দাজ্জালের দখলে,
দুরারোগ্যে পচছে মগজ
ছিঁড়ছে শকুন সকলে।
মানুষ রূপের অন্তরালে
দু’ পায়ে এক হিংস্র জাতি,
পৃথিবীতে মানুষ কোথায়
সব শয়তানের বসতি।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।