ভাগ্য লিখন
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ০৩-১১-২০২৪
ওগো পুণ্যবতী, হে নিষ্পাপ-
তোমারে ছুঁয়েছে হয়তো মোর পাপ।
এ আমার পাপের প্রায়চিশ্ত-শিক্ষা,
তোমার ঈমানের অগ্নি পরীক্ষা ।
ধরো ধৈর্য ধারণ, করো সবর,
ব্যথার বাহক বহে আনে জান্নাতের খবর ।
কেন মিথ্যে নিজেরে দোষও ?
ভাগ্য কালিমা চোষও-
ভাগ্য লিখে ভাগ্য বিধাতা, নিরবে আছেন বসি,
মুছিবার শক্তি নাইক কারো, যত করো ঘষাঘষি।
সবি তার ইচ্ছে-খেলা, আপনারে বাঁচাবার লাগি,
পর জনমে মুক্তি দিবে তাই, এই জনমে করে দাগি।
আমরা যাত্রী জান্নাত পথের-
পথে কত কাঁটা বিঁধবে পায়ে, দেখিবনা পিছু ফের।
একটাই লক্ষ্য জান্নাতে যাবো, এক আল্লাহ্ই ভরসা,
সুপারিশকারী মুহাম্মাদ রাসূল (স)এইতো বুকে আশা।
এসো, ক্ষমা-ভিক্ষা যাচি, এক আল্লাহর কাছে,
আল্লাহই মোদের রব, নাই কেহ আগে-পাছে।
তিনি চাইলেই দিতে পারেন, সকল সফলতা,
আবার চাইলে নিতে পারেন, ধুয়ে-মুছে যত ব্যথা।।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।