বৃষ্টির ধুম
- সৌম্যকান্তি চক্রবর্তী

সারাদিন শুধু রিমঝিম
কভু ঝিরঝির কভু ঝমঝম ,
বৃষ্টি যেন লেগেই আছে
খুব বেশি আর খুব কম ;

কখনো আবার বৃষ্টির সাথে
সঙ্গী প্রবল বাতাস ,
খোলা ছাতাকে ও করে কুপোকাৎ !
এমনই যে তার ত্রাস ।

বৃষ্টির জলে থইথই করে
পথঘাট আর মাঠখানি ,
সঙ্গী যে তার গর্ত কাদার ;
পথচারীদের হয়রানি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।