আমিই স্বোপার্জিত স্বাধীনতা
- শাওন সারথি - যে কথা সহজেই বলা যায়
দাও হাত বাড়িয়ে,
আমি আসিয়াছি।
এসো পশ্চাৎ ছাড়িয়ে,
আমি আসিয়াছি।
এসো আমাতে হারিয়ে,
আমি আসিয়াছি।
লাল সিঁদুরে কপল জড়িয়ে,
এসো শত সত্যের সবুজ ভরিয়ে
আমি আসিয়াছি।
এসো রক্তাক্ত সূর্যের বেশে,
এসো কৃষ্ণকায় ধোয়াটে এলোকেশে,
এসো এই অন্ধকার রাত্রির শেষে,
এসো ঘুমন্ত মনের কল্পনায় অবশেষে,
আমি আসিয়াছি।
এসো একমুঠো সাদা শাপলা হাতে,
এসো শতাব্দীকালের নতুন প্রভাতে,
আমি আসিয়াছি।
এসো রাত্রির নিদ্রা হতে উঠে
আমি আসিয়াছি।
ফাগুনের বাতাসে যত কৃষ্ণচূড়া ফুটে,
খোলা আকাশে যত গাঙচিলেরা ছোটে,
এসো রক্তাক্ত তোমার ঠোটে,
আমি আসিয়াছি।
এসো এই মহাবিশ্ব ছাড়িয়ে,
এসো মহাকালের মহাপথ মাড়িয়ে,
আমি আসিয়াছি।
এসো সব অজানা অন্ধকার ফুঁড়ে,
এসো শত অন্যায় ভেঙ্গেচুরে,
আমি আসিয়াছি।
এসো দখিনা দুয়ার খুলে,
এসো ধূসর পর্দা তুলে,
আমি আসিয়াছি।
এসো ফুটন্ত সব ফুলে ফুলে,
এসো লুপ্ত ভালোবাসার ভুলে,
আমি আসিয়াছি।
আমি স্বোপার্জিত স্বাধীনতা,
আমি নব প্রস্ফুটিত লতাপাতা,
আমি তোমার নির্যাসিতো কাব্য গাঁথা,
আমি তোমার একান্তের যত কথা,
অন্ধকারে মাখামাখি নোনা জলের ব্যাথা,
আমি আসিয়াছি।
শাওন সারথি...২.৯৬৫'
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।