কাব্য মেলা সিরিজ-০১-০৫
- ফয়েজ উল্লাহ রবি

রোজ কবি হারায় অজানায়-অচেনায়
“কবি মরে হয়ে যায় ভূত
কবিতা বেঁচে থাকে, কবির হয়ে পুত”।

পেছনে নদী সামনে সড়ক, কি দেখছো গো চেয়ে অপলক।
সামনে আলো পেছনে আঁধার, ভালবাসা দেবে কি ধার।

দিন বদলায়, বদলায় রাত
একটু না হয় বদলেছি
এটা নয় বড় কোন বাত।

শব্দে শব্দে খেলা জমেছে দারুণ!
এই কয় দিনে বসেছে কাব্য মেলা
সেই মেলায় শরিক হয়েছি আমিও অধম।

চলছে আজি এই কারবার, কবি নামে হাহাকার
বাজারে তেলের দাম তাই তো উদ্ধোগতি
সাধারণ মানুষ নিঃস্ব থাকে, ভাল জ্ঞান-মতি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।