প্রেমঘর-২
- শাহরিয়ার মোঃ রায়হান
আজ মাতাল হাওয়ায় মন মেতেছে
হয়েছি বাঁধন হারা
যুক্তিটাকে ছুটি দিয়ে
মন সেজেছে রাজা।।
এতকাল মন নিঃশ্চুপ ছিল অন্ধকার ঘরে
রেখেছিলাম তাকে গভীর গোপনে তালাবদ্ধ করে।
তৃষ্ণার্ত্ব মনের মরুচরে আজ উঠেছে ঝরের কাঁপন
এসেছো তুমি চাবি হাতে মনকে করতে আপন।
অপেক্ষার প্রহর শেষে এসেছে সুভক্ষণ
আজ বাঁধনহারা হয়েছে মন ঘটেছে মোদের মিলন।
তালাবদ্ধ প্রেমঘর আজ পেয়েছে খুঁজে চাবি
মুক্ত প্রেমে তাই মন মেতেছে,হয়েছি যুক্তিহীন আমি।
করেছে ইচ্ছার বাদশাহ্ আমায় আবেগের দারোয়ান
তাই যুক্তিদিয়ে প্রেমিক মনের যায় না করা সমাধান।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।