নাটকের সংলাপ
- শাওন সারথি - উড়ন্ত ভাবনাগুলি
প্রথমে বিশ্বাস,
তারপরে মিলন,
তারপরে বীর্য,
তারপরে একফোঁটা রক্ত,
এইভাবেই পৃথিবীতে প্রত্যাগমন।
তারপর?
তারপর একটা সমগ্র উপন্যাস।
আমি নায়ক আর তুমি নায়িকা
অথবা অন্যকেউ অথবা তৃতীয় কোন ব্যাক্তি।
তারপর?
তারপর একটা সার্থক নাটকের আগমন।
যেখানে প্রেম থাকে, ট্রাজেটি থাকে।
একটা নিজস্ব সংলাপের জন্যে আয়োজন চলে।
তুমি চিত্রপট সাজাও চরিত্রের প্রয়োজনে
পাণ্ডুলিপি পড়ে অথবা না পড়ে!
তারপর?
তারপর নাটকের শেষ অংশের দৃশ্যায়ন চলে,
সংলাপ ভুল বা ঠিক হলে
কিংবা চরিত্রের প্রয়োজনে
তুমি দৃশ্যপটে উন্মুক্ত হউ।
তারপর?
তারপর নাটকের সফল পরিসমাপ্তি ঘটে।
তবুও তুমি উপন্যাসিক, নাট্যকার কিংবা পরিচালক
কিংবা গল্পের প্রয়োজনে অন্য কেউ?
না,
তারপরও তুমি একমাত্র চরিত্র মা মা অতঃপর মা।
.........শাওন সারথি২.৯৬৫'.........
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।