বিড়াল-ইঁদুর
- ফাইয়াজ ইসলাম ফাহিম
বিড়াল করিতেছে ম্যাঁও! ম্যাঁও!
ইঁদুর করিতেছে চিক-চিক,
কর্তা-গিন্নি লাঠি নিয় ছুটল তাদের দিক।
বিড়াল-ইঁদুর গালাগালি করিতেছে
একে অপর কে দিচ্ছে ধিক?
কর্তা-গিন্নি লাঠি দিয়ে আঘাত করল
ছুটল তারা দিক-বেদিক।
বিড়াল-ইঁদুর কোথায় গেল
খেয়াল নেই সেদিক......
কর্তা-গিন্নী রেগে-মেঘে হাসতে লাগল ফিক-ফিক?
বাড়ি এসে কর্তা-গিন্নি দেখল খাবার নেই ঠিক ...
খাটের তলে বিড়াল ম্যাঁও! ম্যাঁও !করিতেছে
ইঁদুর করিতেছে চিক-চিক!
কর্তা-ইঁদুর একে অপরের পানে চেয়ে বলল
বিড়াল-ইঁদুরের কাজ টাই সঠিক।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।