ঐ আকাশটা
- সৌম্যকান্তি চক্রবর্তী
ঐ আকাশটাকে যতই ছুঁতে যাই ,
আকাশ তত দূরেই যেতে থাকে ;
ঐ আকাশটা ওর নিজের বিশাল গায়ে
পানসে মেঘের চাদর জড়িয়ে রাখে ;
রাতের বেলায় সেই চাদরের রঙ হয়ে যায় কালো ,
সেইখানেতে তারাগুলো ছড়িয়ে বেড়ায় আলো ।
রাতের আকাশ কালো চাদরে দেখায় চলচ্চিত্র ,
ধূমকেতু ধায় , শনির বলয় , উল্কাকণার নৃত্য ।
আকাশটা আজ আমায় ডাকে ,
নিজে কেবল দূরেই থাকে ;
আদি অনন্ত অসীম কালে ,
আকাশ বন্দী রহস্যজালে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।