ঝরা ফুলের ব্যথা
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা
ঝরা ফুলের কান্না ঝরানো
মৌন ইতিহাস কথা কয়,
না ফোটা ফুলের কলিরা
শত ব্যথা সয়ে বেঁচে রয়।
ঝরা ফুলের কান্নাতে আজ
ছেয়ে গেছে বিশ্বের গগন,
না ফোটা ফুলকলিরা কেমনে
ফিরে পাবে ফুটন্ত জীবন।
ঝরা ফুলের কান্নাতে আজ
সারা দেশ গেছে ছেয়ে,
না ফোটা ফুলকলিদের অশ্রু
ঝরিছে দু’চোখ বেয়ে।
ঝরা ফুলের কান্না আজও
কবির হৃদয় মাঝে বাজে,
নাফোটা ফুলের কলিরা শরমে
নুয়ে পড়ে সদা লাজে।
ফুল যদি ঝরে যাবে তবে
নব রূপে ফোটে কেন?
নিশার স্বপনে কবির জীবনে
জমে ব্যথার পাহাড় যেন।
নিয়ে এসো এক ফুটন্ত সকাল
মুছে দাও ঝরা ফুলের কান্না,
না ফোটা ফুলের কলিরা কাঁদে
সহি নিশিদিন শত বঞ্চনা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।