জোছনা ঝরা রাতে
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা

আকাশ জুড়ে তারার মেলা
রাতে ফুটফুটে জোছনায়।
চাঁদ ও তারা একসাথে হাসে
দূর নীল আকাশের গায়।

নদীর কূলে কেহ নাই
আছে নৌকা বাঁধা ঘাটে,
গভীর রাতে শেয়াল ডাকে
বাউল পাড়ার মাঠে।

বাঁশ বাগানের ভেতর থেকে
রাতের নিশাচররা ডাকে,
লাঠি হাতে পাহারাওয়ালা
তার জোর গলাতে হাঁকে।

জোছনা রাতে ঘুম আসে না
কবি একলা জেগে রয়,
বাতায়ন খুলে দেখি চেয়ে চেয়ে
নব ফুলকলি কথা কয়।

আকাশ জুড়ে চাঁদের আলো
তারাগুলো মিটিমিটি চায়,
পূব-আকাশ লাল হয়ে আসে
প্রভাত পাখিরা গান গায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।