কাব্য মেলা সিরিজ-০৬-১০
- ফয়েজ উল্লাহ রবি

একেলা আমি একলা জীবন একলা দিন রাত্রী
চাই না আমি কাউকে আমার জীবন সাথী,
আঁধার সরিয়ে একা আমি জ্বালাতে পারি বাতি
যদি ক্লান্ত হয়ে পড়ি, তবু একেলা সুখে থাকি।

যাব চলে একদিন হঠাৎ করে হারিয়ে
মিথ্যে মায়ায় কেন যাই জড়িয়ে,
সব হিসেব শেষ শূন্য রবে হিসেবের খাতা
লোভ-মোহ বেড়া জাল চারিদিকে আছে পাতা।

যারে আমি রাখি মনের জমিন জুড়ে
সে কি না থাকে আমার থেকে দূরে।
তার জন্য লড়ি আমি পৃথিবীর সাথে
সে কি না আসে না আমার কাছে।

কাল বদলে শূন্য থাকে না কিছু,
স্মৃতিই কিছুটা নেয় বৈকি পিছু।
মাঝ রাতে চোখে ঘুম নেই তবু
হারানো দিন মনের ঘরে ভিড় করে কভু।

সংগ্রাম এর অপর নামই হলো জীবন
সব থেকে যাবে যখন আসবে মরণ।
শূন্য হাতে চলে যাবে অনাদিকালের রথে
পাবে না সঙ্গী কাউকে এই চলার পথে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।