কাব্য মেলা সিরিজ-১১-১৫
- ফয়েজ উল্লাহ রবি
মন খারাপের মেঘ গুলো ঘোরাফেরা করে হৃদয় আকাশ জুড়ে
শূন্যতা বিষণ্নতা দীর্ঘ হতাশায় দুঃখ গুলো বৃষ্টির জল হয়ে ঝরে।
সুখের সেই কাতারের শেষ প্রান্তে, অপেক্ষায় রইলাম পরে,
আমার এই অপেক্ষা যেন দীর্ঘ হয়ে প্রতীক্ষায় রূপধারণ করে।
যাহারা জিহদ বলে বিনা কারণে মারছে মানুষ,
মানুষ তারে বলি না, এই কি আমার দোষ।
ক’বে ভাঙ্গবে ঘুম, ঘুমিয়ে আছে সারা দেশ,
জাগবো যখন তুমি আমি, ওরা সবাই শেষ।
অর্থ শক্তির কাছে, ক্ষমতাবানের ছায়া তলে, কি আছে বলবার
আজও শাসকের মানসিকতা বদলায়নি, বৃটিশ পাকি গেল
কিন্তু রেখে গেছে তাদের শাসনের সেই চাবুক।
আমাদের ক্ষমতা কলমে কালিতে এই দিয়ে প্রতিবাদ চলে, চলবে.........
আজই চল, মুক্ত করে মনের আকাশ
যদি নির্বাসনে যাবে যাও এই তো সময়
জীবন যুদ্ধে জড়িয়ে, কর্মের কান্তিতে ক্লান্ত,
পাবে না এতোটুকু অবসর, আজই সেই দিন শুরু হউক।
ইট-পাথরের শহরেতে, বিশাল বিশাল ইমারত,
পিচ ঢালা সড়ক হয়ে যায় সবুজ ঘাসের মসৃণ পথ।
তোমার উষ্ণ ছোঁয়ায় মুখরিত হৃদয় ভূমি
সব শান্তিময় সুখকর হয়ে যায় যখন সঙ্গ দাও তুমি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।