অভিমানী আকাশ আর তুই
- সৌম্যকান্তি চক্রবর্তী
জানিস তো সকাল থেকেই মেঘলা আকাশ ,
ভিজে পরিবেশ শীতল বাতাস ,
শুরুর থেকেই মন খারাপের মেঘ ,
থেকে থেকেই কান্নার বেগ ।
সীমাহীন অভিমানেই কেঁদে ভাসায় সে ,
রাস্তাঘাট আর ক্ষেত অবিরাম যায় ভেসে !
এবার আকাশ তোর কান্নাখানা থামা ,
মুছে ফেল যত অভিমান আছে জমা ।
জানিস তুই ও এমনি অভিমানী ,
তুইও এমন রাগিস আমি জানি ;
তবুও দেখিস প্রেমের সূর্য উঠে ,
একদিন তোর কান্না নেবে লুটে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।