ক্ষুদিরামের জবানী
- সৌম্যকান্তি চক্রবর্তী
আজকে তোরা আমার কথা ভুলেই গেলি ?
এদিন আমি সরেই গেলাম তোদের ভূবন থেকে ,
আমার একটা দিদিই ছিল জগৎ সংসারে ,
আমার মরণে একাই কেঁদেছিল বারে বারে ।
আমি চেয়েছি স্বাধীন ভারত পুরো ব্রিটিশমুক্ত ,
ফাঁসির রজ্জু হাতে নিয়ে ও গেয়েছি দেশের গান ।
হাসতে হাসতে মৃত্যুকে তাই করেছি যে অভিষিক্ত,
দেশের জন্য জীবনকে আমি হেলায় করেছি দান ।
তোরা মেতে থাক গান্ধীকে নিয়ে ,
মজে থাক নেহেরুতে
আমি চলে গেছি , ফেলে রেখে গেছি ,
দেশকে স্বাধীন হাতে !
শুধু অনুতাপ , এই পরিতাপ
বড় হয়েছিল ভুল ,
সাহেব না মেরে দুই মেম মেরে
দিতে হয়েছিল মাশুল ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।