যাত্রা গানের আসর
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা

যাত্রা গানের বসেছে আসর
গাঁয়ের যাত্রা পাড়ার মাঠে,
হ্যাজাকবাতি জ্বলে চৌদিকে
প্যাণ্ডেলে ঘেরা মঞ্চটাতে।

পাড়ার তপুদা সেজেছে সিরাজ
বাংলার স্বাধীন নবার যিনি,
গোপেনদা সেজেছে মীরজাফর
যাত্রাদলের ম্যানেজার তিনি।

চারদিকে চিত্কার ও কোলাহল
প্যাণ্ডেলে দর্শকগণের ভিড়ে,
মাইকের শব্দে কান ঝালাপালা
মিউজিক বাজে যাত্রার আসরে।

পলাশীর যুদ্ধ যাত্রাপালা গান
হতে চলেছে শুরু বুঝি এইবার।
আলো নিভে যায়, ঝড় আসে
চারিদিকে দেখি শুধুই অন্ধকার।

বৃষ্টি পড়ে আর বিদ্যুত্ চমকায়
আঁধারে কিছুই নাহি দেখা যায়।
যাত্রার আসর পণ্ড হলো আজ
সবাই যে যার ঘরে ফিরে যায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।