একটি ছেলে চাই
- ইউসুফ হাফিজ
একটি ছেলে চাই সমাজে
একটি ছেলে চাই,
যার মনেতে দ্বাম্ভিকতার
লেশ পাবেনা ঠাই।
যেই ছেলেটির সাহসীকতায়
অবাক হবে ধরা,
সৎসততার জীবন হবে
প্রভুর প্রেমে গড়া।
মনটা তাহার থাকবে সাদা
হিংসা না তাঁর রবে,
আদর্শটা সবার কাছে
ঈর্ষনীয় হবে।
ধার্মিকতায় থাকবে পাকা
করবেনা সে ভুল,
অসঙ্গতি দলবে পায়ে
উপড়ে ফেলে মূল।
চোখ থেকে তাঁর ঝরবে পানি
গরিব দুখির দুখে,
মুখে যে তাঁর থাকবে হাসি
প্রতিবেশীর সুখে।
যেই ছেলেটি করবেনা ভয়
প্রভু ছাড়া কারো,
শির উঁচিয়ে বলবে এবং
অসঙ্গতি ছাড়ো।
সব মানুষই বলবে যাকে
সত্যবাদী ছেলে,
সমাজ হবে আলোকিত
যেই ছেলেটি পেলে।
তেমন একটি ছেলে আমরা
চাই সমাজ সবে,
যেই ছেলেটির সুখ বিলিতে
দুঃখ মুছন হবে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।