ছড়া নেই
- ইউসুফ হাফিজ

ছড়া নেই মাথাতে
অস্রু চোখের পাতাতে
ছড়া নেই মন এবং
ডাইরি ও খাতাতে।

ছড়া আজ আসেনা
আমায় ভালবাসেনা
ছড়া আজ মনখুলে
একটুও হাসেনা।

ছড়া খরা প্যারাতে
আমার হৃদয় ডেরাতে
আছি বসে, আসবে কবে
ছড়ারা ফের বেড়াতে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।