তুচ্ছ প্রাণের আদিখ্যেতা ১
- অনির্বাণ মিত্র চৌধুরী
মেয়ে, হৃদয়পুরে একটুকরো জমি কিনেছি তোর নামে
খুব বেশি না, যৎসামান্য; একমুঠো প্রেমের দামে।
ছোট্ট একটা ঘর বানাবো সেথায় পিরিতের ইট গেঁথে
সারাটি প্রহর থাকবো দু'জনে প্রেম-প্রেম খেলায় মেতে।
আমি আর তুই, তুই আর আমি - থাকবে না আর কেউ
হাতে হাত রেখে পাড়ি দিব না'হয় হাজার নদীর ঢেউ।
শত বাধার দেয়াল টুটবো, তুই পাশে থাকিস যদি
পরাণে পরাণ রাখবো বেঁধে আমরণ নিরবধি।
একটিবার "হ্যাঁ" বলে তো দ্যাখ মেয়ে,
দিস না আমায় ফিরিয়ে
রাখবো তোকে খুব আদরে, প্রেমের চাদরে জড়িয়ে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।