তুচ্ছ প্রাণের আদিখ্যেতা ২
- অনির্বাণ মিত্র চৌধুরী

মাঝে মাঝে ইনবক্স ঘেঁটে তোমার মেসেজগুলো পড়ি
প্রতিটি শব্দের মানে খুঁজি
আচানক মনটা ভীষণ আবেগতাড়িত হয়ে ওঠে,
নিভৃতে দু'চোখ বুজি।
ইচ্ছে হয়, আরেকটিবার তোমায় ফোন দিই,
আরেকটিবার কথা বলি।
মনে জমা যত কথামালা সব উজাড় করে দিই তোমার মর্মমূলে।
পরক্ষণেই নিজেকে নিবৃত্ত করি এই ভেবে,
যদি তুমি বিরক্ত হও,
আমার উপর যদি ক্রুদ্ধ হও!
মনকে তখন সান্ত্বনা দিই এই বলে যে -
হয়তো তুমি আমার নও,
হয়তো আমার তুমি নও।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।