তুচ্ছ প্রাণের আদিখ্যেতা ৩
- অনির্বাণ মিত্র চৌধুরী
মেয়ে, তুই কি জানিস, কতটা রাত বিনিদ্র কাটিয়েছি
শুধু তোর ভাবনায়?
কতটা দিন তপ্ত গরমে ঠাঁই দাঁড়িয়ে থেকেছি
ঐ কৃষ্ণচূড়ার তলায়?
তুই কি জানিস, স্বপ্নে কিবা জাগরণে
তোর স্মৃতিগুলোই উঁকি দেয়?
মোহাবিষ্ট করে রেখে আমায়,
সমস্ত জাগতিক চিন্তাশক্তি কেড়ে নেয়।
তুই কি জানিস মেয়ে, কত বর্ষার শ্রাবণ ধারায়
আমি একাকি ভিজে গেছি?
তোর অপেক্ষায় কতটা বসন্ত আমি নির্দ্বিধায়
নিঃসঙ্গতায় কাটিয়ে দিয়েছি?
তুই জানিস না রে মেয়ে,
হয়তো, জানতেও পারবি না কোনদিন...
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।